পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের দীর্ঘ সারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
সকাল থেকে পাটুরিয়া প্রান্তে শত শত যানাবহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, শুক্রবার দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের সংখ্যা বেড়ে যায়। তবে যাত্রীবাহী বাস ও ব্যাক্তিগত যানবাহন দ্রুত ফেরিতে উঠতে পারলেও পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে। সকাল থেকে ১৯টি ফেরি দিয়ে যানবাহন ফেরি পারা পার করা হচ্ছে। মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী সকালে পাটুরিয়া দুই টার্মিনাল, মহাসড়ক ও উথুলি সংযোগ সড়ক মিলে ৭ শতাদিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যা বাড়ছে।