পাট চাষে আগ্রহ হারাচ্ছে ঝিনইদহের কৃষকরা
- আপডেট সময় : ০১:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
সোনালী আঁশ খ্যাত পাট চাষে আগ্রহ হারাচ্ছে ঝিনইদহের কৃষকরা। অতিমাত্রায় খরাসহ নানা কারণে চলতি বছর পাটের ফলনে বিপর্যয় ঘটেছে। বাজারেও নেই কাঙ্খিত মুল্য। এ অবস্থায় পাটের সরকারী মুল্য নির্ধারণের দাবি চাষীদের।
পাট জাগ দেওয়া পাটকাঠি থেকে আঁশ ছাড়ানো ও শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের চাষিরা। গত বছরের তুলনায় এ বছর প্রায় দেড় হাজার হেক্টর কম জমিতে পাট চাষ হয়েছে। তারপরও অতি খরা ও আবহাওয়া অনুকুলে না থাকায় বিপর্যয় হয়েছে ফলনও। পাটের বীজ বপণ থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত প্রস্তুত করতে অন্যান্য বছরের তুলনায় খরচও বেশি হয়েছে। তাই বর্তমান বাজারদরে পাট বিক্রি করে লোকসানের মুখে পড়তে হচ্ছে চাষিদের। প্রকার ভেদে বাজারে পাট প্রতি মণ ২ হাজার ৫’শ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। খরচের তুলনায় বাজারে পাটের দাম কম হওয়ায় লোকসানের কারনে পাট চাষে অনিহা কৃষকদের ।
পাট চাষে খরচ কমাতে ও ফলন বৃদ্ধিতে কৃষি বিভাগ কারিগরি বিভিন্ন পরামর্শ দিচ্ছে। সরকারিভাবে পাট ক্রয় শুরু হলে কৃষক তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশ্বাস এই কর্মকর্তার। কৃষি বিভাগের হিসেবে, পাট চাষের লক্ষ্য মাত্রা ছিল ২২ হাজার ৫’শ ২৪ হেক্টর। সেখানে চাষ হয়েছে ২১ হাজার ৪’শ ৪৬ হেক্টর জমিতে। প্রতি বিঘা জমিতে পাটের ফলন হয়েছে ৮ থেকে ১০