পানিতে ডুবে ও শ্বাস নালীতে লিচু আটকে দুই শিশুর মুত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে ফাতেমা ও শ্বাস নালীতে লিচু আটকে সালমান নামে দুই শিশুর মুত্যু হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান জানান, উপজেলার মাঝবাড়ী গ্রামে কামাল দাঁড়িয়ার মেয়ে ফাতেমা খেলতে খেলতে বাড়ির সামনের পুকুর পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর ফাতেমাকে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, দুপুরে লিচু খাওয়ার সময় শিশু সালমানের শ্বাসনালীতে একটি লিচু আটকে যায়। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।