পানির উৎপাদন-বিতরণের মূল্য সমন্বয়ের তাগিদ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৯৭ বার পড়া হয়েছে
জলবায়ু খাতে ফ্রান্সের প্রতিশ্রুত এক বিলিয়ন ডলার ডেল্টা প্ল্যানের সাথে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভা শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান,ওয়াসার পানির উৎপাদন ও বিতরণ মূল্যের সমন্বয়ের তাগিদ দেয়ার পাশাপাশি পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগস্টে খাদ্য রেকর্ড মূল্যস্ফীতির জন্য মুরগি ও ডিমের বাড়তি দর দায়ী বলেও জানান এম এ মান্নান।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি–একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকার ১৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ৫৫৫ কোটি ৬১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৫০ কোটি ৭২ লাখ টাকা।