পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমকে রুখবে কে
- আপডেট সময় : ০২:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
পানি উন্নয়ন বোর্ডের দাপুটে প্রকৌশলী কোহিনুর আলমকে রুখবে কে- এমন প্রশ্নই এখন রাজশাহীর সবখানে। রাজশাহীতে যোগদানের পরই নানা বিতর্কের জন্ম দেয়ায় মাত্র দু’মাসের মাথায় বদলীর আদেশ জারি হয়। কিন্তু একদিনের মধ্যেই অদৃশ্য ক্ষমতার দাপটে তা বাতিলও হয়ে যায়। তার ক্ষমতার কাছে অসহায় খোদ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও। টেন্ডার টেম্পারিংয়ের অভিযোগে কোহিনুরের বিরুদ্ধে তদন্ত কমিটি হলেও সে কমিটিকেও পাত্তা দিচ্ছেন না তিনি।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পদে গেল বছরের নভেম্বরে যোগদান করেন কোহিনূর আলম। এরপরই নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার দাপটের অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করে পানি উন্নয়ন বোর্ড। ৬ জানুয়ারি তাকে ঢাকায় বদলির আদেশ জারি করা হয়।কিন্তু অদৃশ্য কারণে সেই আদেশও বাতিল হয়। তবে নগরীর বুলনপুরে পদ্মার তীর সংরক্ষণকাজের জন্য গত ২৯ জানুয়ারি ই-টেন্ডার আহ্বান করা হয়। প্রায় ৫০লাখ টাকার এই টেন্ডারে টেম্পারিং করে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার গুরুতর অভিযোগ রয়েছে প্রকৌশলী কোহিনূরের বিরুদ্ধে।
কমিশন না দিতে রাজি না হওয়ায় প্রকৌশলী কোহিনূর ঠিকাদারদের কয়েক কোটি টাকার বিলও আটকে রেখেছেন বলে অভিযোগ।সকল অভিযোগ নিয়ে প্রকৌশলী কোহিনুরের কার্যালয়ে এসএটিভির টিম। দেড়ঘণ্টা বসিয়ে রেখে এভাবেই দাপটের ফিরিস্তি তুলে ধরেন তিনি।সব অভিযোগ উড়িয়ে দিলেও ক্যামেরার মুখোমুখি কোনো কথা বলতে চান না তিনি। তবে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, টেন্ডার টেম্পারিংয়ের অভিযোগে কোহিনূরের বিরুদ্ধে তদন্ত চলছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে এই বিক্ষোভ নির্বাহী প্রকৌশলী কোহিনূরের বিরুদ্ধে। তাকে বদলীর দাবিতে উত্তাল ভবনের ভেতর-বাহির। অব্যাহতভাবে শিষ্টাচার বহির্ভূত আচরণে অতিষ্ঠ হয়ে গেল ২ জুলাই বিক্ষোভে নামে পাউবোর কর্মচারী শ্রমিক লীগ। স্মারকলিপি দেয়া হয়েছে পাউবোর মহাপরিচালককেও।