পানে বিভিন্ন ছত্রাকের আক্রমণ
- আপডেট সময় : ০৪:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
শীত ও ঘন কুয়াশায় পান পাতায় দাগ পড়া,শিকড় পঁচে যাওয়া ও পাতা ঝরাসহ পান বরজে বিভিন্ন ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। চাষীরা বাজারে কাঁচা পানের মূল্য পেলেও মূল্য পাচ্ছেন না পাকা পানের। জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর, কৃষকদের পরামর্শ দেয়ার পাশাপাশি ছত্রাকনাশক ওষুধ প্রয়োগের কথা বলছে, আর কৃষকরা বলছেন, ঘন কুয়াশায় পানের বরজে ওষুধ ছিটিয়েও কোনো সুফল মিলছে না।
কৃষি অধিদপ্তরের তথ্য মতে, খুলনায় ৮৫৮ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। পান চাষির সংখ্যা ৬ হাজার ২৭ জন। খুলনার রূপসা,দিঘলিয়াসহ প্রায় সব উপজেলাতেই পান চাষ হয়।সনাতন পদ্ধতির পরিবর্তে এ অঞ্চলে বর্তমানে আধুনিক পদ্ধতিতে পান চাষ হচ্ছে।ঝাল-মিষ্টি পানের কারণে বেশ সুখ্যাতি রয়েছে খুলনার। বিভিন্ন ফসল চাষের পাশাপাশি অর্থকরী ফসল হিসেবে পান চাষ অনেকটাই জনপ্রিয় ও লাভজনক হয়ে উঠেছে খুলনায়।
তবে শীত ও ঘন কুয়াশায় পান পাতায় দাগ পড়া, শিকড় পঁচে যাওয়া ও পাতা ঝরাসহ পান বরজে বিভিন্ন ছত্রাকের আক্রমণে পাকা পানের মূল্য পাচ্ছে না চাষীরা। ওষুধ ছিটিয়েও মিলছে না সুফল। এতে পান চাষে নিভর্র কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিপাকে পড়েছেন।
কৃষকদের পরামর্শ দেয়ার পাশাপাশি পানের বরজে ইউরিয়া সার কম দিলে পান কম ঝরে পড়বে বলে, জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিভিন্ন ছত্রাকনাশক ওষুধ প্রয়োগের কথাও জানায় তারা।
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পান চাষে আরও বেশি আগ্রহী হবেন বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা।