পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে করা অস্ত্র মামলার যুক্তিতর্ক উপস্থাপন আজ
- আপডেট সময় : ০২:২৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে করা অস্ত্র মামলার যুক্তিতর্ক উপস্থাপন আজ।
বৃহস্পতিবার ঢাকার-১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় ৩১ আগস্ট। গেল ৯ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করে আদালত। তবে, গেল ৯ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শেষে পাপিয়া-সুমন দম্পতি আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। গত ৬ সেপ্টেম্বর আদালতে তদন্ত কর্মকর্তা রেবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান অসমাপ্ত জবানবন্দি শেষ করেন।এরপর আসামিপক্ষ তাকে জেরা করেন। তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই মামলার রাষ্ট্রপক্ষে ১২ সাক্ষীর সবারই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত ২৯ জুন পাপিয়া দম্পতির বিরুদ্ধে এই মামলায় সিএমএস আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা র্যা বের উপ-পরিদর্শক আরিফুজ্জামান। এরপর মামলাটি বদলি হয়ে মহানগর দায়রা জজ আদালতে আসে। ২৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় বিচার।