পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার রায় ১২ অক্টোবর
- আপডেট সময় : ০১:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার রায় ১২ অক্টোবর।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত আজ রায়ের দিন ঘোষণা করেন। এর আগে যুক্তিতর্কের শুনানিতে পাপিয়ার যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রার্থনা করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে, পাপিয়া ও সুমনকে বেকসুর খালাসের পক্ষে যুক্তি তুলে ধরেন আসামী পক্ষের আইনজীবীরা। এর আগে ২৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে বিচার শুরু করতে চার্জ গঠনের আদেশ দেয়া হয়। মামলার নথি থেকে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে রেব। এরপর ২৩ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ, প্রায় সাড়ে ৫৮ লাখ টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বেশকিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।ওই ঘটনায় অস্ত্র আইনে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলার শুনানি শেষে আজ রায়ের দিন ঘোষণা করে আদালত।