পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে পরাজিত করেছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ দুর্বল পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে পরাজিত করে সুপার টুয়েলভের মূলপর্ব নিশ্চিত করেছে।
পাপুয়া নিউগিনির বিপক্ষে সুপার টুয়েলভ নিশ্চিতের শেষ ম্যাচে জ্বলে ওঠেন বাংলাদেশের ব্যাটাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তো বটেই, প্রতিযোগিতারই সর্বোচ্চ স্কোর গড়েছে বাংলাদেশ। ওমানের আল আমিরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। এর আগে বুধবার শ্রীলঙ্কার করা ১৭১ রানই ছিল সর্বোচ্চ। মাহমুদউল্লাহর ঝড়ো হাফসেঞ্চুরি, সাকিব আল হাসানের ৩৭ বলে ৪৬ এবং আফিফ হোসেন ১৪ বলে ২১ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ৬ বলে ১৯ রানের ঝড়ে বড় সংগ্রহ দাঁড় করায় লাল-সবুজ জার্সিধারীরা। জবাবে কখনোই জয়ের পথে ছিলো না পাপুয়া নিউগিনি। সাকিব, তাসকিন ও সাইফুদ্দিনদের বোলিং তোপে দিশেহারা দলটি। দলীয় ২৯ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাপুয়া নিউগিনি। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৯৭ রানে।