পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ১৭৭০ বার পড়া হয়েছে
পাবনায় আওয়ামী লীগ নেতা বাবু শেখ ওরফে ঢাক বাবুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার রাঘবপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পাবনায় আওয়ামী লীগ নেতা বাবু শেখ ওরফে ঢাক বাবুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার রাঘবপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাবনার সদর থানার ওসি রওশন আলী বলেন, রাতে বাবু শেখ রাঘবপুর ফকিরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।