পাবনার শিশু শিক্ষার্থী অরণীর আঁকা ছবি দেশসেরা নির্বাচিত
- আপডেট সময় : ০৬:৩৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
পাবনার ছোট্ট শিশু শিক্ষার্থী অরণীর আঁকা একটি ছবি দেশ সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। ছবিটি বাংলা নববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ডে মুদ্রিত হয়। ছবিটির জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হয়েছে।
ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল আদন অরণী। ভেলুপাড়া গ্রামের শিক্ষক দম্পতি তানহা ইসলাম শিমুল ও আসমাউল হুসনা লাবনীর মেয়ে সে।
বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিশু শিল্পীদের আঁকা ছবি আমন্ত্রণপত্রে সংযোজনের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য পাঠানো হয়।
ঈশ্বরদীর শিশু শিল্পীদের আঁকা ছবির মধ্যে অরণীর ছবি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠালে, সেটি সারাদেশের শ্রেষ্ঠ ছবি হিসেবে নির্বাচিত হয়।
শিশু অরণীর এমন অর্জনে খুশি তার বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা এক লাখ টাকার চেক আনুষ্ঠানিকভাবে অরণীর হাতে তুলে দিয়েছেন বলে জানান অরণীর বাবা-মা।
ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, অরণী প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়ে স্কুলের মুখ উজ্জ্বল করেছে।
অরণীর এ অর্জনে আনন্দিত ও অভিভূত ঈশ্বরদীবাসী। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন