পাবনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে মুক্তিপণের টাকাসহ আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
পাবনায় নারীদের দিয়ে অভিনব কায়দায় মোটরসাইকেল চালক ও আরোহীদের অপহরণকারী চক্রের তিন সদস্যকে মুক্তিপণের টাকাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।
দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গেল ৮ আগষ্ট সুজানগরের বদনপুরে নির্জন রাস্তায় অপহরণকারী চক্রের সদস্যরা এক নারীকে দিয়ে মোটরসাইকেল চালক আলাউদ্দিনের কাছে গন্তব্যে পৌঁছানোর জন্য সাহায্য নিতে বলে। চালক ওই নারীকে মোটরসাইকেলে তোলা মাত্রই ওৎ পেতে থাকা চক্রটি এসে তার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে তাকে মারপিট এবং অপহরণ করে। পরে ৯৩ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দেয়। অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি সহায়তায় গেল রাতে তিন অপহরণকারীকে ৭০ হাজার টাকাসহ আটক করে পুলিশ।