পাবনায় তিন অস্ত্র ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
পাবনায় তিন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, ওমর ফারুক, নাজমুল হোসেন ও তুর্য ইসলাম আশিক। দুপুরে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গেলরাতে সদর উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ওই তিন যুবক ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় আটক করা হয় তাদের। এসময় তাদের কাছ থেকে ৩৪টি মোবাইল ফোন, দুইটি দেশীয় ধারালো অস্ত্র, মাদক ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে স্থানীয় থানায়।