পাবনায় প্রতিপক্ষের মারধরে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৬১৩ বার পড়া হয়েছে
পাবনার আমিনপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে মাছেম মীর নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে চাটমাহেরে নদী থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আমিনপুরের আহম্মদপুর দক্ষিণ চর গ্রামের মাছেম মীরের সাথে জমিজমা নিয়ে একই এলাকার তোজাম্মেল হোসেনের সাথে বিরোধ চলছিল।গেলরাতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মাছেম মীরকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় ও স্বজনেরা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, সকালে চাটমোহর উপজেলার ফলৈজানা চিকনাই নদীর ব্রীজ এলাকায় এক নবজাত শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে।