পাবনায় স্বল্প পরিসরে চৈত্র সংক্রান্তির চড়ক পূজা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির কারণে পাবনায় স্বল্প পরিসরে পূজার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের চৈত্র সংক্রান্তির চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে।
পাবনার চাটমোহরে বড়াল নদীতীরে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যের অংশ হিসেবে হাজার বছর ধরে বোঁথর গ্রামে চলে আসা তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী চড়ক পূজা শুরু হয়েছে। শুধু বাংলাদেশেরই নয়, ভারতের পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর ভক্ত-অনুসারীরা আসেন পূজা দিতে। কিন্তু এবছর করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে উৎসবের চিত্র পাল্টে গেছে। মেলা বন্ধ রেখে স্বল্প পরিসরে পূজার আয়োজন করা হয়েছে।