পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালককে অবাঞ্ছিত ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৬৮১ বার পড়া হয়েছে
অনিয়ম, অব্যবস্থাপনা এবং চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্চিত হবার ঘটনায় ব্যবস্থা না নেয়ার অভিযোগে, পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন চিকিৎসক-কর্মচারীরা।
সকাল আটটার দিকে হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তারা সমবেত হয়ে বিক্ষোভ করেন। হাসপাতালের সহকারী পরিচালক ওমর ফারুক মীর তার চেম্বারে ঢুকতে গেলে বিক্ষোভকারীরা বাধা দেয়। এসময় তাদের সাথে সহকারী পরিচালকের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সহকারী পরিচালককে হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা করেন।