পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার ১২ দফা দাবিতে আন্দোলনে নেমেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪ দফা থেকে এবার ১২ দফা দাবিতে আন্দোলনে নেমেছে।
সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দাবির মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া উপাচার্যের সাথে নিয়োগ প্রার্থী এক যুবকের অডিও বিষয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন, তিন শিক্ষকের বিরুদ্ধে করা শোকজ নোটিশ প্রত্যাহার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও শহীদ মিনার নির্মাণসহ ১২ দফা। সোমবার ৪ দফা দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শণ করে শিক্ষার্থীরা। এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।