পায়ের অ্যাংলেটে কক্সবাজার থেকে ঢাকায় আসে ইয়াবার চালান
- আপডেট সময় : ০৩:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
অভিনব কায়দায় পায়ের অ্যাংলেটে কক্সবাজার থেকে ঢাকায় আসে ইয়াবার চালান। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সব্জি বিক্রেতা ইসমাইল, মাসে চার বার ১০ হাজার পিস করে ইয়াবা নিয়ে আসতো। গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ এই মাদক কারবারীকে রাজধানীর বকশীবাজার থেকে গ্রেফতার করে। অধিক লাভের আশায় একাজে জড়িয়েছে ইসমাইল। আগে তিনবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবার নামে ইয়াবা কারবারে। এদিকে চানখাঁরপুল এলাকা থেকে ৪০ কেজি গাজাসহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা।
কুমিল্লা থেকে ৪০ কেজি গাঁজা নিয়ে ঢাকা হয়ে সাভারের উদ্দেশ্যে প্রাইভেটকারে করে রওনা দেয়, চৌদ্দগ্রামের আস্রাদ আলীর ছেলে নয়ন।
রাজধানীর চানখাঁরপুল এলাকায় পৌঁছালে, মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয় সে। প্রাইভেটকারটিও জব্দ করা হয়। তবে, নয়নের দাবি-গাজা তার নয়, সে গাড়ির চালক।
অভিনব কায়দায় কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়েআসে সব্জি বিক্রেতা ইসমাইল। দু’পায়ে অ্যাংলেটে করে, নিয়ে আসতো ১০ হাজার পিচ ইয়াবা। তবে বিধি বাম; রাজধানীর বকশীবাজার মোড়ে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয় সে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য কক্সবাজারে ১০ লাখ টাকা হলেও ঢাকায় ৩০ লাখ।
অধিক মুনাফার লোভেই লুঙ্গী পরেই কক্সবাজার থেকে ইয়াবা চালান নিয়ে আসে সব্জি ব্যবসায়ী ইসমাইল। মাসে ৩ থেকে ৪ বার এমন চালান আনতো বলে জানান গোয়েন্দা পুলিশের কর্মকর্তা।
তিনি জানান, সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারী জোরদার করতে হবে। মাদক মামলায় দিতে হবে কঠিন শাস্তি।
মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায়, পাচারকারীও নেপথ্যের কুশিলবদের বিরুদ্ধ অভিযান চলবে বলে জানান মশিউর রহমান।