পারিবারিক করবস্থানে দাফন করা হবে মওদুদের মরদেহ
- আপডেট সময় : ০২:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দু’দফা জানাজা শেষে–শেষ গন্তব্যে পথে ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ। দুপুরে হেলিকপ্টারে করে নিজ জেলা নোয়াখালীতে নিয়ে যাওয়া হচ্ছে তাঁর মরদেহকে। সেখানে কবিরহাট ও বসুরহাট এবং নিজ গ্রামে আরো তিন দফা জানাজা শেষে পারিবারিক করবস্থানে মওদুদের মরদেহ দাফন করার কথা রয়েছে। তবে, এর আগে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও সুপ্রীমকোর্টে দুই দফা জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে সর্বস্তরের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এসময় সামাজিক ও রাজনৈতিক বিশিষ্টজনেরা দেশ বরেণ্য এই রাজনীতিবিদরা দেশের অপুরনীয় ক্ষতির কথা তুলে ধরেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের জানাজায় অংশ নিতে সকাল থেকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল।বেলা পৌনে এগারোটার দিকে দলীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজায় অংশ নিয়ে শীর্ষনেতারা দলীয় এই নেতার শূণ্যতা তুলে ধরেন।এর আগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে। প্রায় ৫০ বছরের বর্ণাঢ্য জীবনে আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি। সহকর্মীরা ফিরে গেলেন অতীতে। করলেন তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ।
সকাল ৯ টার পরে সব কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় সাবেক প্রধানমন্ত্রী মওদুদের মরদেহ। শ্রদ্ধা জানান দলমত নির্বিশেষে সর্বস্তরের শ্রেনী পেশার মানুষ।সুশীল সমাজ ও রাজনীতিবিদরা শ্রদ্ধা জানিয়ে মওদুদের মতো গুণীজনের অভাব অনুভব করেন।বেলা সাড়ে এগারটার দিকে হেলিকপ্টারে করে এই খ্যাতিমান রাজনীতিবিদের মরদেহ নিয়ে যাওয়া হয় নোয়াখালীতে।কবিরহাট সরকারী কলেজ মাঠ, বসুরহাট মুজিব সরকারী মহাবিদ্যালয় মাঠ ও বাদ আছর নিজ গ্রাম মানিকপুরে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে এই বরেণ্য রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজীবীর।
কবিরহাট সরকারী কলেজ মাঠ, বসুরহাট মুজিব সরকারী মহাবিদ্যালয় মাঠ ও বাদ আছর নিজ গ্রাম মানিকপুরে শেষ জানাযায় অংশ নেনে এলাকাবাসী ও পরিবার-পরিজন। পরে পারিবারিক কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত হন দেশবরেণ্য রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজীবী