পার্বতীপুরে স্থাপিত বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন আজ
- আপডেট সময় : ১১:৪৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
দিনাজপুরের পার্বতীপুরে স্থাপিত বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন হবে আজ। প্রাথমিকভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় ডিজেল সরবরাহ হবে। পরিবহন খরচ কমে আসার পাশাপাশি সরবরাহ সহজ হবে।
ভার্চুয়ালি যুক্ত হয়ে বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সে যৌথভাবে এ পাইপলাইন উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের নুমালিগড় থেকে পার্বতীপুর পর্যন্ত টানা এই পাইপ লাইনে বার্ষিক ১ মিলিয়ন টন ডিজেল পরিবহন হবে। বেশিরভাগ আর্থিক সহায়তায় ভারত সরকারের। পাইপলাইনটি নির্মাণের আনুমানিক খরচ ৩৭৭ কোটি রুপি। এ পাইপলাইনটি পূর্ণ সক্ষমতায় ব্যবহার করতে পারলে ডিজেল পরিবহনে সাশ্রয় হবে বছরে প্রায় শত কোটি টাকা। ২০১৫ সালের এই চুক্তির আওতায় এর আগে ডিজেল সরবরাহ করা হতো রেল ওয়াগনের মাধ্যমে। এই মাধ্যমে ডিজেল আমদানী বন্ধ হলে বাংলাদেশের জন্য সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে।