পার্বত্য চট্টগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকার নতুন করে বিভিন্ন উদ্যোগ নিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকার নতুন করে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে রাঙামাটি নিউ পুলিশ লাইনে পার্বত্য চট্টগ্রামে তিনটি আর্মড পুলিশ ব্যাটালিয়নের অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে শান্তি প্রতিষ্ঠা করছে সরকার। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংস্থাপন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, দীপংকর তালুকদারসহ অনেকে।