পার্বত্য চট্টগ্রামে ১ হাজার ৩৬ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু
- আপডেট সময় : ০৫:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
শত শত কিলোমিটারের অনাবাদী ও অরক্ষিত পার্বত্য চট্টগ্রামের মূল সংকট যোগাযোগ ব্যবস্থা। তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে ১ হাজার ৩৬ কিলোমিটার সড়ক নির্মাণের প্রকল্প নিয়েছে সরকার।
কাজ শেষ হলে পার্বত্য জেলায় সড়ক যোগাযোগে ঘটবে যুগান্তকারী পরিবর্তন। সীমান্ত সড়ক আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি ওই অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও অভিমত বিশিষ্টজনদের।
পার্বত্য চট্টগ্রামে এগিয়ে চলছে ৩১৭ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ কাজ। প্রকল্পের ১ম পর্যায়ে ৩১৭ কিলোমিটার সড়ক নির্মান কাজ বাস্তবায়ন হচ্ছে। কষ্টসাধ্য এ দায়িত্ব নিয়েছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
সীমান্ত সড়ক নির্মানের ফলে বদলে গেছে দূর্গম পাহাড়ি এলাকার চিত্র। দিচ্ছে কৃষি, পর্যটন শিল্প বিকাশের হাতছানি।
নানা প্রতিবন্ধকতার পরও নির্ধারিত সময়ে কাজ শেষ করার প্রত্যাশা করছেন সেনা প্রধান
পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সীমান্ত সড়ক পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত হবে বলে মত বিশিষ্টজনদের। নতুন দিগন্তের সুচনার অপেক্ষায় পাহাড়ের মানুষ।