পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন বাতিলের দাবিতে বান্দরবনে মানববন্ধন
- আপডেট সময় : ১১:২২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩০ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন বাতিলের দাবিতে বান্দরবনে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সকালে শহরের প্রেসক্লাবের সমনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাপ্টেন তারু মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনে বাঙ্গালিদের প্রতিনিধিত্ব নেই। কমিশনের কিছু ধারা বিতর্কিত ও অসাংবিধানিক। কমিশন কার্যকর হলে বাঙ্গালিরা ভূমি অধিকার বঞ্চিত হবে বলেও উল্লেখ করেন তারা। ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি সই হয়। এই চুক্তির আলোকে ২০০১ সালে গঠন করা হয় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে সোমবার রাঙ্গামাটিতে কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে।