পায়রা বন্দরে এখনও তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত জারী আছে
- আপডেট সময় : ০২:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় জাওয়াদ পরবর্তীর প্রভাবে পায়রা বন্দরে এখনও তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত জারী আছে। গত কয়েকদিনের চলমান শৈতপ্রবাহ ও বৃষ্টিতে জন জীবনে বিপর্যয় নেমে এসেছে। এদিকে বৃষ্টিতে ক্ষেত ভরা সোনালী আমনের উপর বড় ধরনের প্রভাবের আশংকা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি খেশারী, সরিষা, ধনিয়া ও তরমুজ চাষেও নামতে পারে বিপর্যয়। এতে করে দূরচিন্তায় পরেছেন জেলার কৃষক।
জেলার প্রায় ৩৫ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। দ্রুত ধান কাটার পরামর্শ কৃষি বিভাগ। ধান, তরমুজ, খেশারী ও সরিষা ক্ষেতের পানি নিষ্কাশন করাসহ কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা। ঘূর্ণিঝড় জাওয়াদ পরবর্তী নিম্নচাপের প্রভাবে উপকূলী জেলায় বৃষ্টিতে ধানসহ মৌসুমী ফসলের ক্ষয়ক্ষতি নিরুপন করেছে কৃষি বিভাগ।
গত কয়েকদিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে দুই হাজার আটশো ৫৫ হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে নিরুপণ করেছে কৃষি বিভাগ।
পটুয়াখালী পায়রা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।