পায়রা সমুদ্র বন্দরে আজও তিন নম্বর সতর্ক সংকেত বহাল
- আপডেট সময় : ০৮:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ ভারতের উড়িষ্যা উপকূলে সরে গিয়ে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এখনও দমকা হাওয়ার সাথে থেমে থেমে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। পায়রা সমুদ্র বন্দরে আজও তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
নিম্নচাপ দুর্বল হয়ে পড়লেও এখন লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর। গত দু’দিনের ভারী বর্ষণে উপকূলীয় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। উপকূল অঞ্চলের নদ-নদীর পানির উচ্চতা ২ ফুট বেড়েছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে দিনে দু’দফা জোয়ারে প্লাবিত হয়েছে পটুয়াখালীর অর্ধশতাধিক গ্রাম। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। পটুয়াখালীতে ২৪ ঘন্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দু’একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
উপকূলীয় জেলা সাতক্ষীরায়ও থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে সেখানকার নিচু এলাকাগুলো। আবহাওয়া অফিস জানিয়েছে, এ অবস্থা আরও দু’তিন দিন থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, জোয়ারের পানির চাপে আশাশুনি উপজেলার দক্ষিণ গদাইপুর এলাকার বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার পর দ্রুত মেরামত করায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হতে পারেনি।
গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গত দু’দিন ধরে মূষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গত ২৪ ঘন্টায় জেলায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
ঝিনাইদহে শেষ ভাদ্রের টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। ৩ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও গতরাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে থেমে গেছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। অতি বৃষ্টিতে সবজি ক্ষেত নষ্টের আশংকা করা হচ্ছে।
নড়াইলে দুদিনের অবিরাম বর্ষণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। সকাল থেকে অবিরাম বৃষ্টিপাতের কারণে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি। পৌর এলাকার নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে দু’দিনের বৃষ্টি আমন চাষীদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।