পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন
- আপডেট সময় : ০৮:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুপুরে ব্রিফিং এসব কথা বলেন,সচিব আনোয়ার হোসেন হাওলাদার। তিনি জানান, ৪২৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন ব্যাংকে প্রায় ৬ হাজার ৮০ কোটি টাকা লেনদেনের মামলায় এই অভিযোগপত্র দেয়া হয়।
২০২০ সালের ৮ জানুয়ারি প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘদিন বিদেশে পলাতক রয়েছেন তিনি। অভিযোগের সত্যতা খুঁজে পেতে মাঠে নামে দুদক। অনুসন্ধান শেষে হালদারের বিরুদ্ধে অবৈধ উপায়ে প্রায় ১ কোটি ১৭ লাখ কানাডিয়ান ডলারের সমপরিমাণ টাকা পাচারের প্রমাণ পায় দুদক। অর্থ পাচারে সহযোগিতা করেন প্রশান্ত কুমার হালদারের মা লীলাবতী হালদার, বান্ধবী অবন্তিকা বড়ালসহ ১৩জন। চার্জশিটে তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয় বলে জানান দুদক সচিব।