পিতার স্বপ্ন পূরণে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পিতার স্বপ্ন পূরণে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
স্পিকার আরো বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ডেল্টা প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। দেশের উন্নয়ন অগ্রযাত্রা বিশ্ব দরবারে সমাদৃত হচ্ছেন বলেও জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ অনেকে।