পিবিআই প্রধানসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বাবুলের মামলার আবেদন : আদেশ ২৫ সেপ্টেম্বর
- আপডেট সময় : ০৫:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কারা হেফাজতে নির্যাতনের অভিযোগে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলার আবেদনের বিষয়ে আদেশে সময় পিছিয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত।
গত ৮ সেপ্টেম্বর রিমান্ডে স্বীকারোক্তি আদায়ের নামে নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে বাবুল আক্তারের পক্ষে মামলার আবেদন করেন তার আইনজীবীরা। ওইদিন শুনানী শেষে আদালত ১৯ সেপ্টেম্বর আদেশের তারিখ ধার্য করেছিলো। কিন্তু বিচারক ছুটিতে থাকায় নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। ২০১৬ সালের ৬ জুন নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে দুবৃত্ত্বদের হামলায় নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মিতু। প্রথমে জঙ্গীরা হত্যা করেছে এমন ধারণা করা হলেও তদন্তে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের সংশ্লিষ্টতা পায় পিবিআই। গত ১৩ সেপ্টেম্বর বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে চুড়ান্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। আগামী ১০ অক্টোবর ওই মামলার শুনানীর তারিখ ধার্য রয়েছে।