পিরোজপুরে বিয়ে হলো ৪৪ ইঞ্চি লম্বা পাত্রের সাথে ৩৩ ইঞ্চি লম্বা পাত্রীর
- আপডেট সময় : ০১:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শর্শিনা গ্রামে বিয়ে হলো ৪৪ ইঞ্চি লম্বা পাত্রের সাথে ৩৩ ইঞ্চি লম্বা পাত্রীর। পাত্র আল আমীনের সাথে সুটিয়াকাঠি গ্রামের ছামিয়া আক্তার শাম্মীর আনুষ্ঠানিক বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভীড় জমে পাত্র আল আমীনের বাড়িতে। গতসপ্তাহের বৃহস্পতিবার বিয়ের পর রোববার ঘটা করেই সম্পন্ন হয় বৌভাত। এ আনন্দের মধ্যেও পাত্রপাত্রীর অভিভাবকরা তাদের ভবিষ্যৎ জীবন যাপন নিয়ে রয়েছেন শঙ্কায়।
ব্যতিক্রম বিয়ে সম্পন্ন হলো স্বরূপকাঠি উপজেলার শর্ষিনায়। অপেক্ষাকৃত ছোট আকারের পাত্র-পাত্রীর এমন আনুষ্ঠানিক বিয়ে এই অঞ্চলের ইতিহাসে বিরল। এ বিয়ে নিয়ে সরব হয়ে উঠেছে পাড়া প্রতিবেশী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম।
এলাকাবাসীর সহযোগীতায় কনের বাড়িতে বারযাত্রী এবং বরের বাড়িতে বৌভাত বেশ ঘটা করেই সম্পন্ন হলো। বিয়ের পর বর কনেসহ পরিবার এবং এলাকায় আনন্দের বন্যা বইছে। এ বিয়েকে সৃষ্টিকর্তার আশির্বাদ হিসেবে দেখছেন স্থানীয়রা।
তবে দুজনই খর্বাকৃতি হওয়ায় তাদের বাবা-মা ভবিষ্যতের যাপিত জীবন নিয়ে উদ্বিগ্ন। তারা চান এই দুই দম্পতির প্রতি সাহায্যে হাত বারাক সরকার।
উপজেলা প্রশাসন বলছে এদের বিয়েতে তারাও আনন্দিত। সরকারি ভাবে সহযোগীতা চাইলে প্রশাসন পাশে থাকবে এই দম্পতির।
জন্ম থেকেই অস্বাভাবিক আকৃতি নিয়ে বড় হওয়া আল আমিন ও শাম্মীর দাম্পত্য জীবনের জন্য সবার দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।