পিলখানা হত্যাকাণ্ডে দেশীয় তাবেদাররা মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ ছিলঃ রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দেশীয় তাবেদাররা মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও জবাব মেলেনি এ হত্যাকাণ্ড সম্পর্কিত অনেক প্রশ্নের। এই মর্মান্তিক ঘটনার সঙ্গে ক্ষমতাসীনদের অনেকেরই জড়িত থাকার কথা শোনা গেলেও সেসব ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা টিকিয়ে রাখার অপরাজেয় জীবনশক্তির আধার সেনাবাহিনীকে পঙ্গু করার এক সুদুরপ্রসারী চক্রান্তের অংশ ছিল পিলখানা হত্যাকাণ্ড।