পিলাক খাল থেকে মহা সমারোহে অবৈধভাবে চলছে বালু উত্তোলন
- আপডেট সময় : ০১:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ভারত সীমান্তবর্তী পিলাক খাল থেকে মহা সমারোহে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। আর এর নেপথ্যে উঠে এসেছে খোদ উপজেলা পরিষদের চেয়ারম্যানের নাম। তবে আইন অমান্যকারীরা যতোই প্রভাবশালী হোক না কেন, তাতে ছাড় নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। ভারত সীমান্ত লাগোয়া পিলাক খালে ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাতে সমানতালে অবৈধভাবে বালু তুলছে একটি অসাধু চক্র। দুর্গম এই গহীন চরাচরে গড়ে তুলেছে বালুর এক অবৈধ সাম্রাজ্য।
এই সিন্ডিকেটের একজন নাঈম হাসান নয়ন। রামগড় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি জানান, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী এটিকে বৈধ বালু মহাল হিসেবে তাদের কাছে দুই লাখ টাকায় বিক্রি করেছেন।
বালুমহাল বৈধতা দিয়ে বিক্রি করার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এই উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যানের সাথে কথোপকথনের কিছু ভিডিও ক্লিপস দেয়া আছে।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপের জানিয়েছেন স্থানীয়রা।