পিলারে পুনরায় ফেরির ধাক্কা লাগার খবরে সকালে ঘটনাস্থলে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
পিলারে পুনরায় ফেরির ধাক্কা লাগার খবরে সকালে ঘটনাস্থলে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের তিনি বলেন, ফেরী চালানোর সময় মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করা হয়েছে।
এ নিয়ে উচ্চ পর্যায়ের সভা তলব করা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত হবে সেখানেই। দুপুরে শিমুলিয়া ১নং ফেরী ঘাটে এসে প্রতিমন্ত্রী আরো জানান, পদ্মা সেতু সম্পূর্ণ চালু হলে বন্ধ হয়ে যাবে মাদারীপুর-বাংলাবাজার ঘাট। বিকল্প ঘাট হিসেবে ব্যবহার হবে মাঝিকান্দি। এর আগে সকালে পদ্মা সেতু ও শিমুলিয়া-বাংলাবাজার এবং শরিয়তপুরের জাজিরার মাঝিকান্দি ঘাট ঘুরে দেখেন তিনি।