পি কে হালদারসহ পলাতক ও দণ্ডিত আসামীদের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ
- আপডেট সময় : ০৭:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
পি কে হালদারসহ পলাতক ও দণ্ডিত আসামীদের বক্তব্য টিভি, ফেসবুক, ইউটিউবসহ সব ধরনের গণমাধ্যমে প্রচারে নিষিদ্ধ করেছে হাইকোর্ট। বুধবার স্বপ্রনোদিত রুল জারি করে এই নিষেধাজ্ঞা জারি করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকাদের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ। এর আগে গণমাধ্যমে পলাতক আসামীদের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।
পুরো নাম প্রশান্ত কুমার হালদার হলেও, ব্যাংক পাড়ার সবার মুখে তিনি ছিলেন পি কে হালদার। যার বিরুদ্ধে অভিযোগ ৩৬শ’ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে আত্মগোপন করার। এরই মাঝে আদালতকে দুদক জানায় পলাতক এই ব্যক্তিকে দেশে ফেরাতে কাজ শুরু করেছে ইন্টারপোল।এমন পরিস্থিতিতে বিদেশে থেকেই পি কে হালদার গেল ২৮ ডিসেম্বর সংযুক্ত হয় একটি বেসরকারি টিভির টকশোতে। নিউজেও সম্প্রচারিত হয় তার বক্তব্য।
এমন বাস্তবতায় পলাতক আসামীর বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।সেদিনের সেই টকশোতে ছিলেন দুদকের আইনজীবী। কি হয়েছিলো সেদিন খুলে বলেন তিনি।তারেক রহমান ইস্যুতে পলাতক এবং দণ্ডিতদের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে আদালতের, এমন যুক্তিও তুলে ধরেন তিনি।তবে বিদেশে পলাতক আসামীকে একাত্তর টিভি খুঁজে পেলেও ইন্টারপোল কেন খুঁজে পায় না, সেই জবাব ছিল না আইনজীবীদের কাছে।