পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৮ সেপ্টেম্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৮ সেপ্টেম্বর।
শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম পরবর্তী শুনানির দিন ঠিক করেন। শুনানির আগে কারাগারে থাকা পি কে হালদারের মামাতো ভাই শঙ্খ ব্যাপারী, ঘনিষ্ঠ সহযোগী সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা ও অবন্তিকা বড়ালকে আদালতে হাজির করা হয়। এ মামলায় পি কে হালদারসহ ১০ জন পলাতক রয়েছে। গত জানুয়ারিতে পিকে হালদার, তার মা, ভাই, নিকটাত্মীয়সহ ১৪ জনের নামে অভিযোগপত্র জমা দেয় দুদক। ২০২০ সালে ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকা অবৈধ উপায়ে অর্জন ও আত্মসাতের অভিযোগে পি কে হালদারে বিরুদ্ধে মামলা করে দুদক।