পি কে হালদারসহ ৫ অভিযুক্তকে ১১ দিনের জেল হেফাজতের আদেশ কোলকাতার আদালতের
- আপডেট সময় : ০৮:৫৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের তিন হাজার ছয়শ’ কোটি টাকা পাচারের অভিযোগে ভারতে গ্রেফতার পি কে হালদারসহ ৫ জনকে ১১ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে কোলকাতার একটি বিশেষ আদালত। একই সঙ্গে বিচারক ভারতীয় অর্থনৈতিক কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী– ইডিকেও জেরা করার অনুমতি দিয়েছে। আগামী ৭ জুন তাদের ফের আদালতে হাজির করা হবে।
১০ দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরের পর কোলকাতার ব্যাঙ্কশাল কোর্টের বিচারক সৌভিক ঘোষের আদালতে পি কে হালদারসহ সব আসামীকে হাজির করা হয়। এরপর আদালতে ইডি ও পিকে হালদারের আইনজীবীরা নিজ নিজ পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন। ইডি’র পক্ষে ছিলেন অ্যাডভোকেট অরিজিৎ চক্রবর্তী এবং আসামী পক্ষে অ্যাডভোকেট হায়দার আলী ও সোমনাথ ঘোষ। ইডির পক্ষ থেকে ১৪ দিনের জেল হেফাজত চাওয়া হয়। পি কে হালদারের আইনজীবীরা তার বিরোধিতা করেন। শুনানী শেষে বিচারক ১১ দিনের জেল হেফাজতের আদেশ দেন এবং ইডিকে জেরা করার অনুমতি দেন। পরে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন ইডির আইনজীবী- অরিজিৎ চক্রবর্তী।