পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা
- আপডেট সময় : ০১:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত….আইসিসি। এক বিবৃতিতে এ হেগ ভিত্তিক আদালত এ তথ্য জানায়। এ আদেশকে স্বাগত জানিয়েছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া বলছে, মস্কোর কাছে এই রায় মূল্যহীন।
যুদ্ধকালীন ইউক্রেন থেকে বেআইনিভাবে শিশুদের রাশিয়ায় স্থানান্তরের অভিযোগে পুতিনের বিরুদ্ধে এ আদেশ দেয়া হয়েছে। একই অপরাধে রাশিয়ার প্রেসিডেন্ট দফতরের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই পুতিন যুদ্ধাপরাধের সাথে যুক্ত বলে দাবি আইসিসির।
তবে, রাশিয়া বলেছে, আইসিসির এখতিয়ার স্বীকার করে না মস্কো ফলে এ আদেশের কোনো গুরুত্বই নেই।
এদিকে, পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে ‘ঐতিহাসিক রায়’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, সন্ত্রাসী রাষ্ট্রের প্রধান এবং আরও এক কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে যুদ্ধারপরাধের দায়ে অভিযুক্ত হলেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই আদেশকে ন্যায়সংগত বলে দাবি করেছেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া।