পুতিনের সাথে বৈঠক করতে মুখিয়ে আছে জেলেনস্কি
- আপডেট সময় : ০৯:২৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইউক্রেনের রাজধানী কিয়েভে চলছে রুশ বাহিনীর হামলা। আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সব জায়গায়ই চলছে রকেট হামলা আর গোলাবর্ষন। আজ আরেক দফা আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন। ভিডিও কনফারেন্সের উভয় পক্ষের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।অন্যদিকে পুতিনের সাথে বৈঠক করতে মুখিয়ে আছে জেলেনস্কি। বলেছেন, পরবর্তী আলোচনার সময় ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের অবশ্যই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের ব্যাপারে একমত হতে হবে
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপলে প্রায় দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় পরিষেবা এবং সরবরাহ বন্ধ রেখে বোমাবর্ষণ চলছে। সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২ হাজার ১৮৭ জন বাসিন্দা নিহত হয়েছে বলে জানা গেছে।
রাজধানী কিয়েভের কাছের ছোট শহরগুলোতে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেন বাহিনীর গোলাগুলি চলছে। কিয়েভের উপকণ্ঠের ইরপিন শহরে গুলিবিদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের সাংবাদিক ব্রেন্ট রেনাউড নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইয়াভোরিভ সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৫।
শনিবার যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ক্ষোভ জানিয়ে হামলার হুমকিকে বাস্তবে রূপ দেয় রাশিয়া।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আরেক দফা আলোচনা হতে যাচ্ছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মেলিতোপোলে মেয়র অপহরণের পরই, আরেক শহর নিপরোরুদনের মেয়র ইয়েভহেন মাতভেয়েভকে ধরে নেয়ার অভিযোগ ইউক্রেন কর্তৃপক্ষের।
ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে চীনের কাছে রাশিয়া ড্রোনসহ সামরিক সহায়তা চেয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে চায়নাকে হুঁশিয়ারী দিয়েছে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা, জেইক সুলিভান।
নিজেদের ইতিহাস ঐতিহ্য রক্ষায় রুশ বাহিনীর বোমা থেকে বাঁচাতে গুছিয়ে রাখা হচ্ছে ইউক্রেন জাদুঘরের সব সরঞ্জাম। এরই মধ্যে সরিয়ে ফেলা হয়েছে ১২ হাজারের বেশি নিদের্শনা
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে। এ পরিস্থিতিতে দেশটিতে পশ্চিমা অস্ত্র ও অস্ত্র সরবরাহের বহরকে লক্ষ্য করে হামলা হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ।
রুশ বাহিনীর হামলায় আহত সেনাদের দেখতে হাসপাতালে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একটি সামরিক হাসপাতালে গিয়ে তিনি সেনাদের সঙ্গে কথা বলে সেলফি তুলেছেন। পাশাপাশি তিনি রোগী ও হাসপাতালের কর্মীদের মেডেল দিয়েছেন।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পেছনে বাইডেন প্রশাসনের দিকেই আঙুল তুলে আসছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সমাবেশে ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় থাকলে কখনোই ইউক্রেনে হামলা চালাতে পারত না রাশিয়া।
সটঃ ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র।