পুরনো চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা
- আপডেট সময় : ০৩:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১৭১৫ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে, পুরনো চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। নগরীর প্রতিটি সড়কে বাড়ছে যানবাহন চলাচল। যানজট না হলেও, সিগনালে গাড়ির দীর্ঘ সারির দেখা মিলছে। বেড়েছে ট্রাফিক পুলিশের কর্মচাঞ্চল্য।
ঈদে ঢাকা ছেড়েছিলেন প্রায় ১ কোটি মানুষ। তবে ছুটি শেষে তারা কর্মস্থলে ফিরতে শুরু করায়, পুরনো চেহারায় ফিরছে রাজধানী। কয়েকদিন রাস্তা ঘাট ফাঁকা থাকলেও নতুন করে সড়কে বাড়তে শুরু করেছে যানবাহন। তবে এখনো গণপরিবহনের তেমন চাপ না থাকলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা ব্যাপক। যানজট না থাকলেও সিগনালে দেখা মেলে গাড়ির দীর্ঘ লাইন।
নগরীর সড়কে যানজট না থাকায় দ্রুত যাতায়াতে খুশি সাধারণ মানুষ। তবে গণপরিবহনগুলোতে তুলনামূলক যাত্রী কম থাকায় কিছুটা হতাশ সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে সড়কে অলস বসে থাকলেও নগরীর ব্যস্ততা বাড়ায়, বাড়ছে ট্রাফিক পুলিশের তৎপরতা। আগামী সপ্তাহের শুরুতে একেবারে পুরনো চেহারায় ফিরবে রাজধানী– এমনটাই মনে করেন অনেকেই।