পুরুষের সমান কাজ করেও নারীর মজুরী অর্ধেক
- আপডেট সময় : ০৬:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
রোদ, বৃষ্টি উপেক্ষা করে ও মানুষের নেতিবাচক কথার পরও বিভিন্ন খাতে শ্রম দিয়ে যাচ্ছেন শেরপুরের নারী শ্রমিকরা। তাদের অভিযোগ, একজন পুরুষ শ্রমিকের সমান কাজ করেও সমান মজুরি পান না তারা। আর এভাবেই বছরের পর বছর বৈষম্য শিকার হলেও মজুরির কোন পরিবর্তন হয় না। তাই নারী নেত্রীরা দাবি তুলেছেন, নারীর অধিকার, মজুরিসহ নানা বিষয়ে সমাধিকার নিশ্চিতের।
শেরপুরের নারী শ্রমিকরা। জেলাজুড়ে চাতালের কাজ, কৃষিকাজ, গৃহশ্রম, মাটি কাটা ও পাথর ভাঙাসহ বিভিন্ন খাতে শ্রম দিচ্ছেন তারা। তবে পুরুষ শ্রমিকের সমান মজুরি পান না এমন অভিযোগ বহুদিনের। অর্ধেক মজুরিতে শ্রম দিয়ে হচ্ছেন বৈষম্যের শিকার হচ্ছেন। বিষয়টি স্বীকার করলেনো পুরুষ সহকর্মীরাও।
নারী পুরুষের বহুদিনের এই বৈষম্যের অচলায়তন ভাঙতে পুরুষদেরই এগিয়ে আসতে হবে জানালেন নারী নেত্রীরা। মজুরি বৈষম্য দূর করে নারীর সমঅধিকার নিশ্চিত করার দাবি তাদের।
এদিকে, সরকারি দপ্তরে বেতন বৈষম্য নেই বলে জানিয়েছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা। তবে , ব্যক্তি মালিকানায় বৈষম্য কমাতে কাজ চলছে।
সমাজের বিভিন্নস্তরে নারীর ক্ষমতায়ন হয়েছে। হয়েছে পদায়নও। দেশকে আরো উন্নতির দিকে নিতে মজুরি নিয়ে নারীদের সঙ্গে দরকষাকষি কমিয়ে আনতে হবে।