পুরো রাষ্ট্রযন্ত্র ক্ষমতাসীনদের লাঠিয়ালে পরিণত হয়েছে : রিজভী
- আপডেট সময় : ০৭:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনের দলীয় প্রক্রিয়াকেই আইনী রূপ দিতে যাচ্ছে সরকার। বিএনপি’র সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অপরদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পুরো রাষ্ট্রযন্ত্র ক্ষমতাসীনদের লাঠিয়ালে পরিণত হয়েছে। গুম-খুনকে জাতীয় পর্যায়ে স্বাভাবিক ঘটনায় পরিণত করে ফেলছে তারা।
গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, সংলাপে অংশ নেয়া প্রস্তাবকারী ও রাষ্ট্রপতির সিন্ধান্ত নেয়ার কোন ক্ষমতা নেই।
দলীয় সরকারে অধীনে দেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার বিরোধীদলের নেতাকর্মীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের নির্যাতন করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শুধু নিষেধাজ্ঞাই দেয়নি। ভবিষ্যতে সে দেশে রাখা তাদের সম্পদও বাজেয়াপ্ত করবে বলে মন্তব্য করেন তিনি।