পুলিশি নির্যাতনে গলাকাটা তাজুল নামে এক আসামির মৃত্যুর অভিযোগে তুলকালাম কাণ্ড ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
রংপুরের হারাগাছ মেট্রোপলিটন এলাকায় পুলিশি নির্যাতনে তাজুল ইসলাম ওরফে গলাকাটা তাজুল নামে এক আসামির মৃত্যুর অভিযোগে তুলকালাম কাণ্ড ঘটেছে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে হারাগাছ থানা এলাকার পাইকার বাজার থেকে তাজুল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় ।পরে থানায় জিজ্ঞাসাবাদের সময় তাজুলের মৃত্যু ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সন্ধ্যার পর হারাগাছ থানা ঘেরাও করে হামলা চালায় । এসময় থানার ভেতর থানার ভিতরের আসবাবপত্র, সামনে দাঁড়িয়ে থাকা দুটি জীপ গাড়িসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এসময় রিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।