পুলিশি হেফাজতে তরুণীর মৃত্যুর ঘটনায় উত্তাল ইরান
- আপডেট সময় : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
হিজাব আইন ভঙ্গের অভিযোগে আটক তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ইরান। এ ঘটনার প্রতিবাদে লোকজন রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচ জন মারা যান। আহত হন অন্তত ৭৫ জন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে আজ বলা হয়েছে, ইরানের কুর্দিস্তান প্রদেশে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ জন মারা যান। মাহসা আমিনি নামে ওই তরুণীর মৃত্যুর পর থেকে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে। এদিকে, বিক্ষোভে ইরানের নিরাপত্তা বাহিনীর সহিংস প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। গত ১৫ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনিকে আটক করে ইরান পুলিশ।ওই তরুণীর বিরুদ্ধে হিজাব আইন ভঙ্গের অভিযোগ আনা হয়। তাকে আটকের পর থানায় নেয়া হলে সেখানেই প্রাণ হারান তিনি। পুলিশের দাবি, ওই তরুণী হার্ট অ্যাটাকে সারা গেছেন। তবে পরিবারের দাবি, মাহসা আমিনি পুরো সুস্থ ছিলো। তার হার্টের কোনো সমস্যা ছিল না।