পুলিশের এডিসি পরিচয় দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ায় প্রতারক গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
ফেসবুকে পুলিশের এডিসি পরিচয় দিয়ে ফ্রি-ল্যান্সিং করার নামে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ায় এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি।
শনিবার দিনাজপুরের পাহাড়পুর এলাকা থেকে রিফাত আহমেদকে সাইবার পুলিশ সেন্টারের একটি চৌকশ দল গ্রেফতার করে। রোববার দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে অরগানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, রিফাত তার ফেসবুক আইডির প্রোফাইল এবং কভার পিকচারে পুলিশের ছবি ব্যবহার করে বিভিন্ন সময়ে ফ্রি-ল্যান্সিং করার জন্য পোস্ট দিতো। পাশাপাশি নিজেকে কাউন্টার টোরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের এডিশনাল ডেপুটি কমিশনার এবং সিআইডির অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নিতো। বিষয়টি সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করার পাশাপাশি তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কয়েক মাস ধরে প্রায় ২০-৩০ জনের কাছ থেকে টাকা গ্রহণের কথা স্বীকার করেছে।