পুলিশের লাঠিচার্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড
- আপডেট সময় : ০৭:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে বিএনপির বিক্ষোভ সমাবেশ। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ডাকে দলটি। এ সময় বিএনপির ২১ নেতাকর্মীকে আটক করা হয় এবং পুলিশের লাঠিপেটায় আহত হন বেশ কয়েকজন। পুলিশের দাবি, সড়ক অবরোধ করে সমাবেশ করায় লাঠিচার্জ করতে হয়েছে। এ সময় পুলিশের ওপর হামলা হয়েছে বলেও দাবি করেন রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ।
পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন বিএনপি’র । এতে প্রধান বক্তা ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দাকার মোশাররফ হোসেন। কিন্তু সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ করেই উত্তেজনা দেখা দেয়। শুরু হয় পুলিশ লাঠিপেটা । পরিস্থিত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।
নেতাকর্মীদের রক্ষা করতে গিয়ে পুলিশের লাঠিপেটায় আহত হন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ইশরাক হোসেন।
পুলিশের লাঠিপেটা শুরু হলে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান ও হাবিবুন্নবী খান সোহেলকে নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে নিয়ে যান। এসময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বিএনপির সমাবেশে হামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ।
আলজাজিরা ইস্যূকে আড়াল করতে সরকার জিয়ার খেতার বাতিলের স্পর্শকাতর বিয়ষটি জনগণের সামনে নিয়ে এসেছে বলে দাবি করেন বিএনপি নেতারা।
দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, সরকার জিয়ার খেতাবের দিকে হাত দিলে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব হারাতে হবে। জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার জামুকার নেই বলে মন্তব্য করেন তারা।
সমাবেশের পুলিশের লাঠিপেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।