পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষ মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে পাঁচদিনের রিমান্ড
- আপডেট সময় : ০৮:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
জাতীয় প্রেসক্লাবে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মামলা তদন্তের জন্য পুলিশ দশ দিন করে রিমান্ডের আবেদন করলে বিকেলে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় রিমান্ডে নেয়ার বিরোধিতা করে আসামিদের জামিনের আবেদন জানান আইনজীবীরা। অপরদিকে, তাদের রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এর আগে, কারাগারে লেখক মুশতাকের মৃত্যু এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভের চেষ্টা করে ছাত্রদলের নেতাকর্মীরা। বিনা অনুমতিতে বিক্ষোভের চেষ্টাকালে পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়। সংঘর্ষের সময় প্রেসক্লাব সংলগ্ন অস্থায়ী পুলিশ বক্সের জানালা ভাঙচুরসহ পুলিশের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা।