পুলিশ হেফাজতে সিলেটে রায়হানের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পুলিশ হেফাজতে সিলেটে রায়হানের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
সিলেটে রায়হান আহমদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার শাহরিয়ার আল মামুনকে প্রধান করে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, কোতোয়ালি থানার সহকারি কমিশনার নির্মল চক্রবর্তী ও বিমানবন্দর থানার সহকারী কমিশনার প্রবাস কুমার সিংহ। এরই মধ্যে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বন্দরবাজার ফাঁড়ির ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ৩ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত রবিবার, নগরীর আখালিয়ায় রায়হান আহমদের অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইয়ের সময় গণপিটুনিতে নিহত হন ওই যুবক। তবে, পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে মারা গেছেন রায়হান।