পূর্বসুরীদের ভুল সংশোধনে ঋষি সুনাকের কঠিন সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৫:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৭৯১ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন ঋষি সুনাক। ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর দেয়া প্রথম ভাষণে আস্থা ও স্থিতিশীলতা পুন:প্রতিষ্ঠার অঙ্গীকার করে বলেন, পূর্বসুরীর কিছু ভুল সংশোধনে কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ব্রিটেন এখন গভীর অর্থনৈতিক সংকটের সম্মুখীন উল্লেখ করে বিরোধীদের সাধারণ নির্বাচন দেয়ার দাবি প্রত্যাখ্যান করেন তিনি। ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শপথ নেবেন শুক্রবার।
এমপিদের অনাস্থার মুখে গেলো সপ্তাহে পদত্যাগ করেন দেড়মাস ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী লিজ ট্রাস। অর্থনৈতিক মন্দা কাটাতে তার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় অনেকটাই বাধ্য হয়েই পদ থেকে সরে দাঁড়ান তিনি।
সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার বাকিংহাম প্রাসাদে তাকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নিয়োগ দেন রাজা তৃতীয় চার্লস।
লন্ডনের ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেয়া প্রথম ভাষণে আস্থা ও স্থিতিশীলতা পুন:প্রতিষ্ঠার অঙ্গীকার করেন ঋষি সুনাক।
জানান, পূর্বসুরীর কিছু ভুল সংশোধনে ‘কঠিন কিছু সিদ্ধান্ত’ নিতে যাচ্ছেন তিনি। ব্রিটেন এখন গভীর অর্থনৈতিক সংকটের সম্মুখীন বলে, সতের্ক করে সাধারণ নির্বাচন দেয়ার দাবি প্রত্যাখ্যান করেন ঋষি সুনাক।
ইউক্রেনের জন্য সাহায্য অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। বলেন, ভ্লাদিমির পুতিনের কারণে সারা বিশ্বের জ্বালানির বাজার এবং পণ্য সরবরাহ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে উঠেছে।
ক্ষমতায় বসেই নিজের মন্ত্রিসভা ঘোষণা করেছেন ঋষি সুনাক। তবে, রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব এড়াতে এবং অর্থনৈতিক সংকট মোচনে বিদ্যমান মন্ত্রীদের ওপরই আস্থা রেখে পথ চলতে চান ঋষি সুনাক। সবাইকে চমকে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরেছেন সুয়েলা ব্রেভারম্যান।
বিশ্লেষকরা বলছেন, ৩১ অক্টোবর পরবর্তী বাজেট উপস্থাপন করা হবে পার্লামেন্টে। সুতরাং মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি বা সংস্কার নিয়ে মাথাব্যাথার সময় নেই প্রধানমন্ত্রীর।
এই প্রথম কোনও অশ্বেতাঙ্গ ও অভিবাসী পরিবারের সন্তান দেশটির প্রধান একটি রাজনৈতিক দলের নেতা এবং একইসঙ্গে প্রধানমন্ত্রী হলেন।
এদিকে এক বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।