পূর্ব ভূমধ্যসাগর বিরোধের জেরে তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি গ্রিসের
- আপডেট সময় : ০৮:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের এক বৈঠকে পূর্ব ভূমধ্যসাগর নিয়ে বিরোধের জেরে তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে গ্রিস। তবে বেশিরভাগ ইউরোপিয়ান নেতা অস্ত্র বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে।
এ দাবির বিরোধিতা করেছে জার্মানিও। মঙ্গলবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ডিপিএ সংবাদ সংস্থাকে বলেন, তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা কৌশলগতভাবে অনুচিত। ন্যাটো সদস্য হিসেবে এটি করা সহজ না। যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা না পেয়ে তুরস্ক রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র সহজে ক্রয় করেছে। জার্মানি পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, পূর্ব ভূমধ্যসাগর নিয়ে তুরস্কের সঙ্গে বিরোধের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। পূর্বভূমধ্যসাগরে দীর্ঘতম মহাদেশীয় উপকূল রেখা নিয়ে তুরস্কের সঙ্গে গ্রিসের বিরোধ চলে আসছে। তুরস্কের দাবি করা উপকূলীয় সীমান্ত রেখা প্রত্যাখ্যান করেছে গ্রিস ও গ্রিক সাইপ্রাস। অন্যদিকে তুর্কি সাইপ্রাস ও তুরস্ক উভয়ে দাবি করছে তাদের সার্বভৌম অধিকার লঙ্ঘন করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে আঙ্কারা পূর্বভূমধ্যসাগরে ভূগর্ভস্থ জ্বালানি অনুসন্ধানে অভিযান চালায়। এ নিয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের উত্তেজনা দেখা দেয়।