পূর্ব শক্রতার জেরে সাভারে ১২ জনকে পিটিয়ে জখম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৬৭২ বার পড়া হয়েছে
পূর্ব শক্রতার জের ধরে সাভারে একই পরিবারের চারজনসহ ১২ জনকে পিটিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সকালে পৌর এলাকার রেডিও কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রেডিও কলোনীতে তুষার নামে এক যুবককে পূর্ব শক্রতার জন্য মারধর করে নয়াবাড়ি এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে তুষারের চিৎকারে তার পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তুষারের পরিবারের সদস্যদের এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় পথচারীরা বাঁচাতে গেলে কিশোর গ্যাং সদস্যরা আরো সাতজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।