পৃথক সড়ক দূর্ঘটনায় গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
পৃথক সড়ক দূর্ঘটনায় গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় বিল্লাল শেখ নামে এক শ্রমিক নিহত হয়। শুক্রবার রাতে উপজেলার নতুন বাজার-গিমাডাঙ্গা উত্তরপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক সহ ৬ জন।
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। রাত ৯ টায় বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহীদের মৃত্যু হয়।